home icon

কোর্স

ফি

ভর্তি

The house from the offer.

মুসলিম স্কুলেে তোমাকে স্বাগতম

আমরা যত্নশীল শিক্ষার্থীদের প্রতি। দ্বীন শিখার যাত্রাকে সহজ থেকে সহজতর করে দিতে চাই। শুধু টিচার না তুমি পাবে অভিভাবক যারা তোমার কেয়ার করবে। আমরা বিশ্বাস করি দ্বীন শিখা কঠিন না, প্রয়োজন মানসম্মত শিক্ষা তাই আমরা তোমাকে দিচ্ছি মানসম্মত শিক্ষা।

  • Iconদিন কে দ্বীন বানাতে আমরা আছি তোমার পাশে। তুমি পারবে। পথকে তো প্রভুই সহজ করবেন তোমাকে তো তোমার চেষ্টা করতে হবে। একটি বৃক্ষের বড় হওয়া ও সেখানে ফল আসে মোটেও সহজ পথ বা প্রক্রিয়া না। কিন্তু প্রভু এটা আমাদের জন্য কত সহজ করে রিজিক হিসাবে আমাদের দিয়েছেন।

পড় তোমার প্রভুর মানে। জীবনের সূচনা ,জ্ঞানের সূচনা ,দিনের সূচনা ,দ্বীনের সূচনা সব কিছুতে প্রভু তুমি। তুমি মালিক , তুমি মালিক আমার অস্তিত্বের। আমি তোমার কাছে আরো কাছে যেতে চাই, আরো কাছে, তোমার সাথে ভালো সম্পর্ক তৈরী করতে চাই। প্রতিটি নিঃশ্বাসে রব তোমার রহমত অনুভব করতে চাই । প্রভু আমাকে পথ দেখাও।

  • আমরা প্রতিটি ক্লাসকে আলাদা ভাবে গুরুত্ব দেই। মনিটরিং করা হয় প্রতিটি ক্লাস।
  • ক্লাস শেষে টিচার স্টুডেন্টদের ফিডব্যাক দেয় সে কেমন ক্লাস করেছে।
  • একই ভাবে আমরা স্টুডেন্টদের কাছে থেকেও ফিডব্যাক নেয় তার কাছে ক্লাসটি কেমন লেগেছে।
  • আমরা এটা নিশ্চিত করতে চেষ্টা করি যে প্রতিটি ক্লাস করে যেন টিচার ও স্টুডেন্টের মনে হয়, ক্লাসটি অসাধারণ ছিল।
  • ক্লাস সংক্রান্ত সমস্ত কিছু তুমি ক্লাসরুমে পেয়ে যাবে যেমন ক্লাস ভিডিও ,এসাইনমেন্ট ,ক্লাস। তোমার যেকোনো সমস্যা সমাধান করে নিতে পারবে কমিউনিটিতে।